আল হাদিস জান্নাত জাহান্নাম
উসামাহ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘আমি জান্নাতের দরজায় দাঁড়ালাম। অতঃপর দেখলাম যারা জান্নাতে প্রবেশ করেছে তাদের অধিকাংশ গরীব-মিসকীন মানুষ। আর ধনবানদেরকে (তখনও হিসাবের জন্য) আটকে রাখা হয়েছে। পক্ষান্তরে (অন্যান্য) জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করার আদেশ দেওয়া হয়েছে। আর আমি জাহান্নামের দরজায় দাঁড়িয়ে দেখলাম যে, যারা তাতে প্রবেশ করেছে তাদের বেশীর ভাগই নারীর দল।
রিয়াদুস স্বালেহীন ২৬৩। সহীহুল বুখারী ৫১৯৬, ৬৫৪৭, মুসলিম ২৭৩৬
রিয়াদুস স্বালেহীন ২৬৩। সহীহুল বুখারী ৫১৯৬, ৬৫৪৭, মুসলিম ২৭৩৬
No comments