Header Ads

bangla story

এক হিন্দু ভাই প্রমান করলেনইসলাম-ই শ্রেষ্ঠ ধর্ম। হিন্দুভাইয়ের ইসলাম গ্রহণ করারচমকপ্রদ কাহিনীঃ পড়ে দেখুন......চিতার প্রথা অনুসারে মৃতমায়েরমুখে আগুন দিল আমার বড় ভাই!!মায়ের মুখে আগুনধরিয়ে দিলে মায়ের কাপড়সংগে সংগে পুড়ে যায়। যারফলে সমস্ত শরীরের যাবতীয় অংগপ্রত্যংগবিশ্রীভাবে ফুটে ওঠে যা বর্ণনাতীত।তখন আমারমনে প্রচণ্ড ঘৃণার উদ্রেক হয়।যিনি জীবনে কখনও অপরকে নিজেরশরীর দেখাননি আজকিনা মারা যাবার পরপরিচিত অপরিচিত সবারসম্মুখে এমন অশ্লীলভাবে তারপবিত্রশরীরের অবয়ব ফুটে উঠল।এটা কোন্ধর্ম, এ কেমন অসভ্যরীতি?এটা আমার কিশোর মনে দারুণআঘাতহানে,ধীরে ধীরে আমি সমস্তকিছুরওপর বীতশ্রদ্ধ হয়ে পড়ি। মনেরমধ্যে অনেক কৌতুহলদানা বেধে ওঠে। বিভিন্ন ধর্মনিয়ে পড়াশুনার একপর্যায়ে আমি খেয়ালকরি যে ইসলাম ধর্মে মৃতব্যক্তিকে অতি সম্মানের সহিত(ছেলে বা মেয়ে যেই হোকনা কেনো) কাপড়দিয়ে ঢেকে দাফনকরা হয়।ধীরে ধীরে আমি ইসলামেরআরো অনেক সৌন্দর্যে আকৃষ্টহয়ে পড়ি এবং অবশেষে ইসলামধর্মগ্রহণকরি। -মো: আশিকুল ইসলাম। এইভাইয়ের পুর্ব নাম ছিল জীবনচক্রবর্তী ,পিতা গৌতমচক্রবর্তী তারা ছিলেনব্রাহ্মণ।যশোরজেলার অধিবাসী!!আলহামদুলিল্লাহ ভাবতেই ভাললাগে আমার ধর্ম ইসলাম!! কত সুন্দরইসলাম !! জন্ম থেকে মৃত্যুপর্যন্তপ্রত্যেকটা ইসলামী ব্যবস্থাপনা কতনিখুঁত।আফসোস বিধর্মীরা ইসলামধর্মে মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণকরে,আর আমরা মুসলিমহয়ে ইসলাম কে বুঝিনা।হে আল্লাহআমাদেরকে সঠিক দ্বীন বুঝারতৌফিক দিন। ।। আমিন ।। (সংগৃহীত

No comments

Powered by Blogger.